
মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর:
রংপুরের পীরগাছায় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে গণধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছে এক তরুণী (১৪)। রাত ১২টার দিকে ৯৯৯ এ কল পেয়ে ওই তরুণীকে উদ্ধার করে পীরগাছা থানা পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার ঝিনিয়া গ্রামে ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকার সাভারের হেমায়েতপুরের ওই তরুণীর সঙ্গে পীরগাছা উপজেলার ঝিনিয়া গ্রামের জনৈক মামুন নামের যুবকের সাথে মোবাইলে পরিচয় হয়। পরে ফোনালাপে তাদের মধ্যে প্রেমের গভীর ও নিবিড় সম্পর্ক গড়ে তোলে তারা। একপর্যায়ে ওই তরুণীকে মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে ঘটনার দিন পীরগাছায় ডেকে আনে মামুন।
পরে রাত সাড়ে ১১টার দিকে প্রেমিক মামুন ও তার বন্ধুরা মিলে তরুণীকে ঝিনিয়া গ্রামের একটি বিলে নির্জন স্থানে নিয়ে গণধর্ষণের চেষ্টা করলে ওই তরুণী কৌশলে তাদের হাত থেকে পালিয়ে নিকটবর্তী একটি দোকানে আশ্রয় নেয়। ওই দোকানি ৯৯৯ নাম্বারে ফোন করলে পীরগাছা পুলিশ তরুণীকে উদ্ধার করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।
এ ঘটনায় পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, উদ্ধারকৃত তরুণী সাভারের হেমায়েতপুরে ঝি এর কাজ করতো। সে শুধু প্রেমিকের নাম মামুন বলতে পারলেও সুষ্ঠু অনুসন্ধানের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।