
মো.আলী হোসেন খাঁন, জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটর সাইকেল চাপায় অছরত উল্লাহ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের মৃত ফয়েজ উল্লার ছেলে। স্থানীয়রা জানান, ১৩ জানুয়ারি সন্ধ্যায় জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের খাশিলা গ্রাম এলাকার লিটনের দোকান নামক স্থানে দ্রুতগামী একটি মোটরসাইকেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পথচারী বৃদ্ধ অছরত উল্লার মর্মান্তিক মৃত্যু হয়।তাকে আহত অবস্থায় উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃত দেহের সুরতহাল করেছেন বলে জগন্নাথপুর থানার এসআই মনিরুজ্জামান জানান।