
তৌকির আহাম্মেদ হাসু , সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি ঃ
করোনা পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে অনুপ্রাণিত হয়ে এবং মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপির দিঙনির্দেশনা অনুযায়ী, নিজ পরিবারের ঈদের কেনাকাটা না করে আজ ২২ মে (শুক্রবার) সরিষাবাড়ীর ২০০ (দুইশত) কর্মহীন, বিপন্ন পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও আওয়ামী লীগ কর্মী সোহেল তরফদার । আজ বিকেলে সরিষাবাড়ী শেখ রাসেল মিনি স্টেডিয়াম গণময়দানে পৌরসভার ৪, ৫, ৬ নং ওয়ার্ডের বিপন্ন পরিবারগুলোর হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
উপহার হিসেবে জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি পোলাওর চাল, সেমাই, তেল, চিনি ও সাবান দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধার সন্তান ও আওয়ামী লীগ কর্মী সোহেল তরফদার বলেন, এর বাইরে করোনা দুর্যোগের কারণে যে সব কর্মজীবী পরিবার আত্মমর্যাদার কারণে এই উপহার সামগ্রী গ্রহণে সংকোচ বোধ করে সেরকম আরও ৫০ টি পরিবারের ঘরে ঘরে নিজ দায়িত্বে উপহার সামগ্রী পৌঁছে দেবো।