ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফের গু*লিতে বাংলাদেশি দুই জন নাগরিক নিহতের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার ২৫ জুলাই ফেনী জেলার পরশুরাম উপজেলার সীমান্তবর্তী গুথুমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাশপদুয়া সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে মো. আফসার (৩০) পিতাঃ পিয়ার আহমেদ, গ্রামঃ বাশপদুয়া এবং মিল্লাত হোসেন (২০) পিতাঃ ইউসুফ, গ্রামঃ বাশপদুয়া, থানাঃ পরশুরাম, জেলাঃ ফেনীদ্বয় নামের দুই বাংলাদেশি গুরুতর আহত হয়।
পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিল্লাত হোসেন (২০) নামের ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। অপরজন বিএসএফের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জানা যায়, উক্ত ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত ক্রস করে ভারতে অনুপ্রবেশ করতে গেলে বিএসএফ তাদেরকে ধাওয়া করে এবং একপর্যায়ে তাদেরকে লক্ষ্য করে ৫/৬ রাউন্ড ফায়ার করেন।


















