
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
‘পুষ্টিকর খাবার খেলে,করোনা থেকে মুক্তি মেলে’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার উপজেলা পরিষদের সামনের মাঠে এতিম, দুস্থ, প্রতিবন্ধী ও গর্ভবর্তী মহিলাদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌরমেয়র অ্যাড. মো.নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুস ছালাম সিকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ নজরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ।
জানা গেছে, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এতিম, দুস্থ, প্রতিবন্ধী ও গর্ভবর্তী মহিলাদের মাঝে পুষ্টিকর খাবার -দুধ, ডিম, মাছ,কলা,আপেল, মাল্টা ও খেজুর বিতরণ করা হয় ।