
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় উপজেলার পেশাজীবীদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত হোমনা’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। এ উপলক্ষে ‘আলোকিত হোমনা, এর উদ্যোগে উপজেলার ১ হাজার ৪৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় ।ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল,১ কেজি পোলাও’র চাল ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি সেমাই,১ লিটার সয়াবিন তেল ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ মোঃ কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম, যুগ্ম সচিব মো. নূরুজ্জামান, হোমনা উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা। আলোকিত হোমনার সাধারণ সম্পাদক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এগ্রিবিজনেস অনুষদের ডিন ও ক্রাইম পেট্রোল২৪কম এর সম্পাদক মণ্ডলীর সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ রহমত উল্লাহ‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন হোমনা পৌরমেয়র অ্যাড.মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো. গিয়াস উদ্দিন প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ঢাকা বিসিআইসি কলেজের অধ্যাপক মীর মোঃ মাসুদুজ্জামান ,বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যান এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।