মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে হোমনার পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে হোমনা থানা পুলিশ । গ্রেফতার ডাকাতরা হলো- উপজেলার শ্রীমদ্দি গ্রামের (নয়দ্রোন) জজ মিয়ার ছেলে আকাশ(২৫) ওরফে কালা ডাকাত, ভিটি কালমিনা গ্রামের এনু মিয়ার ছেলে সবির ওরফে সগির, লটিয়া গ্রামের আনোয়ার আলীর ছেলে মো. কামাল(৪৫),ওপারচর গ্রামের মজিদ মিয়ার ছেলে জলিল(৪৫) ও বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে মনির হোসেন(৪০)। পরে তাদের তথ্যমতে শ্রীমদ্দি গ্রামের কেতার বাগ জঙ্গল থেকে দুইটি গরু উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় শ্রীমদ্দি গ্রামের খলিল মিয়ার ছেলে রফিক ও সিএনজি চালক আলম নামের আরো দুইজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোমনা বাসস্ট্যাণ্ড এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়।পরে আসামীদের দেয়া তথ্যানুসারে শ্রীমদ্দি গ্রাম থেকে দুইটি চোরাই গরু(বলদ) উদ্ধার করা হয়েছে । গরুর মালিক আসাদপুর দড়িকান্দি গ্রামের খেলু মিয়ার দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে এদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, গ্রেফতার আসামীরা কুখ্যাত ডাকাত। এদের মধ্যে কালার বিরুদ্ধে ১১টি, সবিরের বিরুদ্ধে ১০টি মারামারি, অস্ত্রআইন ও ডাকাতি মামলা রয়েছে। রোববার গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়েছি ।
অপরদিকে , শ্রীমদ্দি গ্রামের রফিক ও সিএনজি চালক আলমকে আটকের বিষয়ে রবিবার রাত ৭ টা ৩৬ মিনিটে জানতে চাইলে তিনি জানান , তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল।তাদের সম্পর্কে আরো তথ্য জানতে চাইলে তিনি একটু পরে জানানোর কথা বলেন। এরপর রাত ৭টা ৫২, ৮টা ৩ ও ৯টা ১৯ মিনিটে তাকে ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেন নি।