
ক্রাইম পেট্রোল ডেস্কঃ চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ দুই মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে র্যাব -৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা।
র্য্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শিবগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পিঠালী তোলা গ্রামের মৃত খোশ মোহাম্মদের ছেলে সোহবুল ইসলামের (৫৫) বাড়ির ড্রয়িংরুম হতে চোরাইকৃত একটি মোটরসাইকেলসহ সোহবুল ইসলাম (৫৫) ও শিবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জালমাছমারী গ্রামের আতউর রহমানের ছেলে জানিউল ইসলাম জনিকে (২৬) হানেনাতে গ্রেফতার করে র্যাব- ৫এর চাপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার একটি অভিযানিক দল।
এ ঘটনায় শিবগঞ্জে একটি মামলা হয়েছে এবং গ্রেফতার দুইজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।