
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিবার্চিত হয়েছেন নাসিরনগর আধুনিক হাসপাতালের পরিচালক,নুরপুর এমএ মান্নান কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ও আল শামীম ওয়াসীজের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান লিটন। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিজাইটিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে সদস্য সচিব ও প্রধান শিক্ষক মো. সফিজুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আবুল কালাম,সাহাদ মিয়া,আবুল কাশেম,মো. জরিফ হোসেন,মহিলা অভিভাবক সদস্য পারুল বেগম,দাতা সদস্য নুরুল আমিন, শিক্ষক প্রতিনিধি আবদুল মোনায়েম, জাকির হোসাইন ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি গৌতমা সুপ্তা। সভায় নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মনিরুজ্জামান লিটন নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন।