
চকরিয়া প্রতিনিধিঃ পর্যটনবান্ধব বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক।এটি কক্সবাজারের চকরিয়া উপজেলাসহ ডুলাহাজারা ইউনিয়নে অবস্থিত।উক্ত পার্কের দর্শনার্থী ভ্রমণ এরিয়াটি পাকা দেওয়ালে ঘেরাও।এরপরও এই পার্কের অধীনে শতাধিক একর বনভূমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।এতে নেই কোনো বনায়ন।তাই উক্ত বনভূমিতে প্রায় অর্ধশতাধিক পানের বুরুজ গড়ে উঠেছে।মধ্যখানে দীর্ঘ ৫/৬ বছর যাবৎ পার্কের তদারকি ইনর্চাজ মাজহারুল ইসলামের নেতৃত্বে এসব গড়ে উঠার অভিযোগ এলাকাবাসীর।
এলাকার সচেতন মহল জানান,এসব পরিত্যক্ত বনভূমি লীজ দিয়ে যদি বনায়ন করা হতো,তাহলে উপকারভোগী ও সরকারের লক্ষ টাকার রাজস্ব আদায় হতো।কিন্তু এ দুর্নীতিগ্রস্ত অফিসারের কারণে আজ বনবিভাগ ও সরকার রাজস্ব থেকে বঞ্চিত।
এ বিষয়ে জানতে পার্কের তদারকি কর্মকর্তা মাজহারুল ইসলামের সাথে তার বাংলালিংক নাম্বারে যোগাযোগ করতে চাইলে ফোনটি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।