মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি ॥ ১৪ ডিসেম্বর শনিবার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার জমির হাট ডাঙ্গাপাড়া এলাকার শত শত এলাকাবাসী স্বাক্ষরিত পরিবেশ লাইসেন্সবিহীন এবং বিএসটিআই কোনো অনুমোদন ছাড়াই স্থাপিত যুবলীগের সাবেক নেতা ও ভাটা মালিক মোজাহিদুল ইসলাম এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, উক্ত এমএসবি ইটের ভাটাটি পরিবেশবান্ধব সবুজ শ্যামল গ্রাম যা ২০০ গজের মধ্যে অবস্থিত। আবাদি জমির উর্বর মাটির পরিবেশ উপেক্ষা করে যুবলীগের সাবেক নেতা দলীয় প্রভাব খাটিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা বিএসটিআই এর কোনে প্রকার অনুমোদন না নিয়ে ইটের ভাটা স্থাপন করেছেন। সেখানে কয়লার পাশাপাশি সস্তা দামের প্লাস্টিক ব্যাগ, গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে এলাকার ও আবাদি জমির পরিবেশ দূষণ করে আসছে। ফলে এলাকাবাসী ও বিশেষ করে শিশুদের কাশি, শ্বাসকষ্টসহ নানা প্রকার রোগের প্রভাব প্রতিনিয়ত দেখা দিচ্ছে। এছাড়াও কৃষি ও পোল্ট্রি ফার্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি দ্রুত তদন্ত করে উক্ত এমএসবি ইটের ভাটার মালিক মোজাহেদুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার, পরিবেশ অধিদপ্তর দিনাজপুর ও মানবাধিকর সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন শত শত এলাকাবাসী।
এব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) কেন্দ্রীয় কমিটির পরিচালক এম.এ মজিদ সরকার বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসকের নিকট আকুল আবেদন করেছেন।