![](https://crimepatrol24.com/wp-content/uploads/IMG_20200721_220633.jpg)
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় ইট বোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় তরিকুল ইসলাম (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বোদা পৌর এলাকার বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘনাটি ঘটে।নিহত তরিকুল বোদা পৌর এলাকার সরদার পাড়ার মৃত মোঃ আমিনুল ইসলামের ছেলে এবং তিনি বোদা বাজারের তিথী ফার্মেসীর মালিক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওষুধ ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম বিকেলে বোদা বাইপাস এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় সাকোয়া হতে আসা একটি ইট বোঝাই ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দিয়ে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় তরিকুল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ জাহিদ হাসান তাকে মৃত ঘোষণা করেন।