নীলফামারী প্রতিনিধি।। ইসকনের সংগঠক,বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সোমবার(২৫ নভেম্বর)দিবাগত রাত প্রায় ১০ টার সময় সদরের বিজয় চত্বর সংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান-প্রধান মোড় প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে ফিরে শেষ হয়।পরে সেখানে বক্তব্য দেন,মাধব শর্মা,সাধব চন্দ্র রায়,মুকুল সিংহ রায় ও অমৃত কুমার রায় প্রমুখ।
এসময় বক্তারা গ্রেপ্তারের নিন্দা জানিয়ে দ্রুত অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।