
দিলীপ মল্লিক , নাসিরনগর, বি.বাড়িয়া : জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী যুবলিগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলিগ সভাপতি অঞ্জন কুমার দেবের সভাপতিত্বে উপজেলা যুবলিগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবলিগ হল আওয়ামীলীগের অন্যতম প্রাণশক্তি।যুবলিগ থেকেই আওয়ামীলিগের পরবর্তী নেতৃত্ব তৈরি হয়।দলীয় গঠনতন্ত্র, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের প্রতি আস্থা,দলের প্রতি প্রগাঢ় ভালবাসা দেখাতে হবে যুবলিগের নেতাকর্মীদের। মাঠ পর্যায়ে নিরলসভাবে দলের হয়ে কাজ করতে হবে । এসময় তিনি যুবলিগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামীলিগের পক্ষ থেকে যুবলিগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলিগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। সভায় বক্তব্য রাখেন যুবলিগ নেতা মাহববুব রহমান, অ্যাড. জাহাঙ্গীর আলম, রায়হান আলী ভূঁইয়া, জানে আলম ভূঁইয়া, আল কাউছার,মহিদুজ্জামান টিটু, শাখাওয়াত হোসেন, নির্মল চৌধুরী ও লিটন দেবনাথ প্রমুখ। এসময় যুবলিগ ছাড়াও আওয়ামীলিগ, ছাত্রলিগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্ট নিহত শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।