crimepatrol24
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:০২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

রংপুরে পরীক্ষা চলাকালীন বাণিজ্য মেলা না করার দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৪, ২০১৯ ২:৩২ অপরাহ্ণ

মোঃ সাইফুল্লাহ, জেলা প্রতিনিধি,রংপুর:
কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন  রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে কোন প্রকার মেলা না করার দাবিতে আজ (৪ নভেম্বর) সোমবার সকাল ১১ টায় সচেতন অভিভাবক ও নাগরিক সমাজ রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ করেছে।
শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক ও রাজনীতিবিদ পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সেক্টরস কমান্ডার ফোরামের রংপুর বিভাগীয় সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ,উদীচি শিল্পী গোষ্ঠী রংপুর জেলা সংসদের সভাপতি অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য,মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আউলিয়া, প্রজন্ম একাত্তর কেন্দ্রীয় কমিটির সদস্য দেবদাস ঘোষ দেবু,রংপুর পদাতিকের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সুমন, শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সচিব সুভাষ রায়, শ্রমিক নেতা রেদওয়ান ফেরদৌস,সবুজ রায়,আব্দুল জব্বার, নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের সদস্য সানজিদা আক্তার,শিক্ষানবীশ আইনজীবী স্বপন রায়,দুরন্ত বাংলা কালচারাল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি গোবিন্দ চন্দ্র দাস, মোবাইল ইউজার এ্যাসোসিয়েশন এর আহবায়ক সালাউদ্দিন বাবু, লালবাগ রেলওয়ে বস্তি সংগ্রাম কমিটির সভাপতি আবু তালেব, সাংবাদিক সাইফুল্ল্যাহ খাঁন,শিক্ষার্থী বিশাল, রাহাত প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন,নারী পুলিশ কল্যাণ সমিতির সহযোগিতায় মন্তা ডেকোরেটর ইভেন্ট ম্যানেজমেন্ট এর আয়োজনে আগামী ১০ নভেম্বর’১৯ খ্রি. হতে পুলিশ লাইন্স স্কুল সংলগ্ন  মাঠে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে লক্ষ্যে আয়োজক কর্তৃপক্ষ মাঠের প্রায় অর্ধেক অংশে বেষ্টনী তৈরি করে স্টল নির্মাণসহ আনুষঙ্গিক আয়োজন প্রায় সম্পন্ন করেছে।
গত ২৮ অক্টোবর রংপুরের পুলিশ সুপার বরাবর পরীক্ষাকালীন সময়ে মেলা না করার জন্য আমরা স্মারকলিপি প্রদান করি। কিন্তু জেলা পুলিশ প্রশাসন সচেতন অভিভাবক ও নাগরিকদের মতামতকে উপেক্ষা করে মেলা অনুষ্ঠানে  অনড়।
মেলা চিরায়ত বাংলার ঐতিহ্য। আবাহমান বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পরিপূরক মেলা অনুষ্ঠান অবশ্যই সাধুবাদ যোগ্য। নাগরিক জীবনের কর্ম ব্যস্ততার মাঝে চিত্ত বিনোদনের মত এ ধরণের আয়োজনের নিশ্চয়ই গুরুত্ব রয়েছে। যদিও কতিপয় মুনাফা লোভী ব্যবসায়ীরা ব্যবসায়ীক দৃষ্টিভঙ্গি থেকেই কর্পোরেট সংস্কৃতির আদলে মেলা আয়োজনে করে। যা আমাদের সুষ্ঠু ধারার সংস্কৃতি ও বিনোদনের পথে মারাত্মক হুমকি স্বরূপ।
যাহোক, যে সময়ে এই মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সময়টি মোটেও বিবেচনা প্রসূত হয়নি। কারণ শুধু ভেন্যু হিসেবে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে না,আশপাশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে।
পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর আশপাশে নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, ভোকেশনাল স্কুল এন্ড কলেজ, রংপুর উচ্চ বিদ্যালয়, কৈলাশরন্জন উচ্চ বিদ্যালয়, শিশু নিকেতন, রংপুর সরকারী কলেজ উল্লেখযোগ্য। আগামী ২ নভেম্বর হতে জেএসসি শুরু হয়েছে , ১৭ নভেম্বর হতে পিইসিই পরীক্ষা একযোগে শুরু হতে যাচ্ছে। এছাড়াও বিদ্যালয়সমুহের সমাপনী পরীক্ষা ২০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। এ অবস্থায় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হলে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ক্লাস ব্যাহত হওয়ার পাশাপাশি  সার্বিকভাবেই পরীক্ষার প্রস্তুতির বিঘ্ন ঘটবে। যা কোনভাবেই কাম্য নয়। কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্ন করে এ ধরণের আয়োজন কোন সচেতন নাগরিক কিংবা অভিভাবক মেনে নিতে পারে না। এ সময়ে মেলা আয়োজনের অনুমতি  দেওয়ার পূর্বে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের শিক্ষার্থীদের শিক্ষা জীবনের বিষয়টি গভীরভাবে বিবেচনা করে দেখা উচিত ছিল। কারণ এই মেলাটি শুধু নির্দিষ্ট গন্ডীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, নগর জুড়েই এর প্রভাব পড়বে। মেলার আকর্ষণে লেখাপড়া ছেড়ে অনেক কিশোর-কিশোরী এই মেলা প্রাঙ্গণে ভিড় করবে। ফলে এই সময়টি কোনভাবেই অনুকূল নয়। তাছাড়া বিদ্যালয় সংলগ্ন মাঠ ব্যবহার করে এ ধরণের মেলা আয়োজন না করার বিষয়েও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে এবং শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি হুমকির মধ্যে রেখে এই সময়ে মেলা আয়োজনে আমরা উদ্বিগ্ন ও শংকিত।

এখকার দিনে  নানানভাবে সামাজিক অবক্ষয়ে ধবংসের দিকে ধাবিত হচ্ছে পুরো জাতি।  সচেতন মহলের উচিত আমাদের নতুন প্রজন্মকে উন্নত শিক্ষার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নেয়া সহ সার্বিক সহায়তা প্রদান করা যে লক্ষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পরীক্ষাকালীন সময়ে কোনো প্রকার মেলার আয়োজন নিঃসন্দেহে কোমলমতিদের এগিয়ে চলার পথে অন্তরায় সেই সাথে শেখ হাসিনার  স্বপ্নকে লক্ষভ্রষ্ট ও প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন স্থানীয় সচেতন অভিভাবক ও নাগরিক সমাজ।

তাই কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে বর্তমান সময়ে মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত বাতিলের বিষয়ে পুলিশ সুপারের কার্যকর পদক্ষেপ দাবি করছেন স্থানীয় নেতৃবৃন্দ।
অন্যথায় পরীক্ষা চলাকালীন বাণিজ্য মেলা অনুষ্ঠিত হলে এর বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - লাইফ স্টাইল

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনার ঈশ্বরদীতে বেনারসি পল্লীতে বেনারসি ও জামদানি বেচাকেনার ধুম

রংপুরে রাস্তায় আলু ঢেলে  চাষিদের প্রতিবাদ

রংপুরে রাস্তায় আলু ঢেলে চাষিদের প্রতিবাদ

ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন আয়োজনে মীনা দিবস উদযাপন

ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন আয়োজনে মীনা দিবস উদযাপন

নাসিরনগরে ব্রি-২৮ ধানের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত

মো. মঈনুল ইসলাম সাইম এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

মো. মঈনুল ইসলাম সাইম এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

কোনো ফোনালাপ নয়, খালেদা জিয়ার মুক্তি আদালতের ব্যাপার, আওয়ামীলীগের নয়ঃ জাহাঙ্গীর কবির নানক

ডোমারে মেধাবী কলেজ ছাত্রী হাসিনাকে বাচাঁতে বাবার আকুতি

জামালপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের মানববন্ধন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার