
ডোমার (নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে শীতের তীব্রতায় জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। প্রচন্ড ঠান্ডা, কুয়াশায় ও হালকা বাতাসে কাঁপছে ছিন্নমূল মানুষ। বিভিন্ন স্থানে বইছে মাঝারী শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
বয়স্ক ও শিশুদের নিয়ে চরম বিপাকে পড়েছে পরিবারের লোকজন। বেশ কয়েকদিন ধরে নীলফামারী জেলার ডোমার উপজেলাসহ আশেপাশের এলাকায় মাঝে মাঝে সূর্যের মুখ দেখা মিললেও শীতের তীব্রতা কমেইনি সেই সাথে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের আলু ও বোরো ধানের বীজ তলাসহ শীতকালীন শাকসব্জি। অপরদিকে হলুদ ও মরিচের চারা পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত ও নিম্ন শ্রেণির মানুষ স্বল্প দামে ডোমার রেললাইনের ওপরে পুরনো কাপড়ের দোকানে উপচেপড়া ভিড় চোখে পড়ার মতো। জুতা ও মোজার দোকানেও ক্রেতাদের কমতি নেই। দিনের বেলা তাপমাত্রা ১০ থেকে ১২ডিগ্রি সেন্টিগ্রেডে উঠানামা করলেও রাতে তা ৬ থেকে ৭ ডিগ্রিতে নেমে আসে। সকালে ঘন কুয়াশার কারণে সব ধরনের গাড়ী হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। অপরদিকে শীতজনিত কারণে কষ্টে থাকা ছিন্নমূল মানুষের মাঝে ডোমার থানাসহ বিভিন্ন সামাজিক সংগঠন শীতবস্ত্র বিতরণ করছে।