
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে নতুন করে আরও ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯৫ জন। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, সোমবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৬৪ টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ১৮ টি পজিটিভ। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, শৈলকুপায় ২ জন, হরিণাকুন্ডুতে ২ জন, কালীগঞ্জ ৩ জন ও কোটচাঁদপুরে ২ জন রয়েছে। আক্রান্ত ২৯৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১০২ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৭ জন।