আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত ৪জনকে জরিমানা করেছেন। সোমবার ১২ অক্টোবর জেলা বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দৈনন্দিন চলাচলে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ গণপরিবহণ ও অন্যান্য ক্ষেত্রে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় এবং মাস্ক ব্যবহার না করার ফলে সংক্রমণের ঝুঁকি বিবেচনায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন’২০১৮, দন্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় জেলার বিভিন্ন স্থানে মোট ০৪ জনকে এক হাজার ছয়শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের সূত্রে আরও জানা যায়, এই জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও দ্রব্যমূল্যের স্থিতিশীলতার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।