ক্রাইম পেট্রোল ডেস্ক।।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে শান্তিপূর্ণভাবে সচিবালয় অভিমুখে শিক্ষক-কর্মচারীদের পদযাত্রার মাঝপথে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় শিক্ষক-পুলিশের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ শিক্ষকদের উপর হামলা চালায় এবং অসদাচরণ করে। আন্দোলনকারীদের কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে পরে ছেড়ে দেয়। একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় সারাদেশে তীব্র সমালোচনার ঝড় বইছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকরা এ পদযাত্রা শুরু করেন। পরে সচিবালয়ে গেটের কাছাকাছি গেলে শিক্ষক-কর্মচারীদের বাধা দেয় পুলিশ।
আন্দোলনকারীদের একজন জানিয়েছেন, ‘আমাদের কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে ফ্যাসিবাদি কায়দায় আক্রমণ করে শিক্ষকদের পিটিয়েছে। আমিসহ ৩ জনকে আটক করেছিলো। পরে শিক্ষকদের তীব্র প্রতিবাদের মুখে ছেড়ে দিয়েছে। একজন শিক্ষককে হাসপাতালে নিতে হয়েছে।’
এর আগে গত ২০ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এর পর আট সদস্যের প্রতিনিধিদল আলোচনা জন্য সচিবালয়ে যান। পরে তারা ঘোষণা দেন শুক্র ও শনিবার প্রতীকী অনশনে বসবেন আর রোববার ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হবে। সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এই নতুন কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
শিক্ষকরা বলেছেন, সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিক্যাল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা। এসময় তারা শিক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।
সংগঠনের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজীজী ক্রাইম পেট্রোল২৪.কম কে বলেন, আমরা আজ শান্তিপূর্ণভাবে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছিলাম। কিন্তু পুলিশ আমাদের সেই পদযাত্রা বল প্রয়োগ করে থামিয়ে দেয়।আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা শেষ করার আশ্বাস দিলেও পুলিশ বিনা উস্কানিতে আমাদের উপর হামলা চালায় এবং আমাকেসহ আমার কয়েকজন সহকর্মীকে তুলে নিয়ে যায়। পরে শিক্ষকদের তীব্র প্রতিবাদের মুখে আমাদেরকে ছেড়ে দেয়। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি, ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এসময় তিনি এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে সারা দেশ থেকে শিক্ষক-কর্মচারীদের জাতীয় প্রেসক্লাবে আসার আহ্বান জানান।