
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি>>
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তাকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি নির্দেশনায় গত বুধবার (২০ অক্টোবর) বন্ধ রাখা হয় বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম। একদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও স্বাভাবিক হয়েছে।