কামরুল হক চৌধুরী >> কুমিল্লার গৌরীপুর বাজারের সড়কটি দিন দিন যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।জীবন-জীবীকার তাগিদে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষকে এ সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।এ সড়কটি ব্যবহার করে জেলা শহর কুমিল্লা ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ রক্ষা করতে হয় বাঞ্ছারামপুর, হোমনা, তিতাস ও দাউদকান্দির লক্ষ লক্ষ মানুষকে। আর প্রায়ই যাত্রী সাধারণকে সম্মুখীন হতে হচ্ছে ছোট-বড় দুর্ঘটনার। গৌরীপুর বাজারটি জেলার একটি অন্যতম ব্যবসা কেন্দ্র হলেও এর উন্নয়নে এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের তেমন সুদৃষ্টি নেই বললেই চলে। অথচ এখানে এক শতাংশ জায়গার মূল্য কোটি টাকারও বেশি। এখানে রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা অফিসসহ প্রায় শতাধিক প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক। সড়কটির এই বেহাল অবস্থার কারণে বয়ো:বৃদ্ধ নারী-পুরুষ, শিক্ষার্থী এবং রোগীদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।সেইসঙ্গে গুণতে হচ্ছে দ্বিগুণ ভাড়াও। এ নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন পত্র-পত্রিকায়ও রিপোর্ট প্রকাশিত হয়েছে। কিন্তু এক বছরের অধিক সময় অতিবাহিত হলেও সড়কটি পুনঃনির্মাণের কোনো পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না।
জনস্বার্থেে এ সড়কটি অতি দ্রুত মানুষের হাঁটা-চলার এবং যানবাহন চলাচলের উপযোগী করে জনসাধারণের ভোগান্তি দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসীসহ পার্শ্ববর্তী এলাকার ভুক্তভোগী যাত্রীরা।