অনলাইন ডেস্কঃ কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধে ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতার পারভেজ আহমেদ (৩১) দাউদকান্দি থানাধীন চরচারুয়া এলাকার সাবেক চেয়ারম্যান মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দক্ষিণ দাউদকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। অপরদিকে গ্রেফতার শামীম সরকার (২৭) কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন ষোলপাড়া এলাকার আবদুল হক সরকারের ছেলে।
বৃহস্পতিবার র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতার আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসে কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা স্বীকার করেন, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মাদক ব্যবসা করতেন। তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরী।