মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মালবোঝাই দু’টি ট্রাকের মুখোমুখি সং’ঘর্ষে ট্রাকের চালক ও চালক সহকারী (হেলপার)নি’হত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টিএনটি মোড়ের পাশে ওসমানপুর তিনমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার পর সকাল ৮টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ।
নিহতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার মীরগ্রাম-চৌমুহনী গ্রামের মনতাজ আলীর ছেলে গোলাম রব্বানী (৪৫) একই গ্রামের মৃত কমল উদ্দীনের ছেলে মোহাম্মদ রেজয়ান (৩৪)। নিহত গোলাম রব্বানী ট্রাক চালক এবং রেজয়ান চালক সহকারী (হেলপার)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দিনাজপুর থেকে ভুট্টা বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৬৬৪৯) গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময় বগুড়া থেকে দিনাজপুরগামী সার বোঝাই অপর একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১৬৪৬) এর সাথে টিএনটি এলাকায় মুখোমুখি সং’ঘর্ষ হয়। এতে ভুট্টা বোঝাই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা নিহতদেরকে উদ্ধার করে। সার বোঝাই অপর ট্রাকের চালক ও হেলপার তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘দুর্ঘটনায় পতিত দু’টি ট্রাক ও মালামাল আমাদের হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অপর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত দু’জনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।’