ক্রাইম পেট্রোল ডেস্ক:
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন থেকে চু’রি যাওয়া মোটরসাইকেলসহ এক ইউপি সদস্যকে আটক করেছে সখিপুর থানা পুলিশ। রোববার রাতে চর মাইজারা এলাকা থেকে তাকে আ’টক করা হয়।
আটক খলিলুর রহমান (৪৮) একই এলাকার বাসিন্দা আহাম্মদ মালতের ছেলে এবং কুচাইপট্টি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই রাতে সখিপুর থানার কাশিমপুর এলাকা থেকে ১৫০ সিসির দুইটি পালসার মোটরসাইকেল চু’রি হয়ে যায়। ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে, বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে চর মাইজারা এলাকায় অভিযান চালিয়ে একটি পালসার মোটরসাইকেলসহ খলিলুর রহমানকে আটক করা হয়।
সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওরাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অন্য মোটরসাইকেলটি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’