ক্রাইম পেট্রোল ডেস্ক>> কেএমপি ডিবি পুলিশের অভিযানে ৩ হাজার টি (৬০ প্যাকেট) ভারতীয় কালি পটকাসহ ০১ (এক) জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার,মোঃ শাহ্ জাহান শেখ, পিপিএম,বিপি-৬৩৮৬০৮৬৬২০,অতিঃ উপ-পুলিশ কমিশনার,মিডিয়া এন্ড কমিউনিটি, পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অদ্য ১৪/০৭/২০২১ খ্রিঃ তারিখ রাত ০০:৪০ ঘটিকার সময় মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা থানাধীন ষ্টেশন রোডস্থ নিউ জেবা কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ১) মোঃ সম্রাট মৃধা(২২), পিতা-মোঃ জাহাঙ্গীর মৃধা, সাং-সুইচগেইট নয়াকান্দি, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-হোল্ডিং নং-৩৯/১, আউটার বাইপাস সড়ক, সোনাডাঙ্গা ৩য় ফেজ, থানা-সোনাডাঙ্গা মডেল, মহানগর খুলনা’কে ৩০০০ (তিন হাজার) টি (৬০ প্যাকেট) ভারতের তৈরী কালি পটকাসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় ভারতের তৈরী কালি পটকা ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে খুলনা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।