
কামরুল হক চৌধুরী:>> বিশ্বময় করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে মানুষ যখন গৃহবন্দি, কৃষক যখন তার অতিকষ্টে উৎপাদিত ফসল ঘরে তুলতে শ্রমিক খুঁজে পাচ্ছেনা ঠিক তখিই কুমিল্লার দাউদকান্দি উপজেলার কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দিলো দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন আপন ।। আজ ৯ মে শনিবার উপজেলার জিংলাতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কৃষক মোহাম্মদ খোকন মিয়ার ২ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেয় আপন এবং তার সাথে থাকা নেতাকর্মীরা।
আপন বলেন, আমার নেতা বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর ভাইয়ের নির্দেশে বেশ কিছুদিন যাবত কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছি যেমন আজকে এই খোকন মিয়ার ২ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলাম। আগামী কয়েকদিনও আমরা এ কাজে কৃষক ভাইদেরকে সহযোগিতা করে যাবো। আমরা দেশের উন্নয়নে বিশ্বাসী। যেকোন সময় ভালো কাজে আমাদেরকে ডাকলে আমরা সব সময় পাশে ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ।। কৃষক খোকন মিয়া বিনা খরচে তার ফসল ঘরে তুলতে পারায় ভীষণ খুশি। তিনি ছাত্রলীগের নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।