মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় চার তলাবিশিষ্ট পৌর সুপার মার্কেটের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ শপিং কমপ্লেক্স মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। পরে এ উপলক্ষে ‘শেখ হাসিনার মূলমন্ত্র, উন্নয়নের গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সেলিমা আহমাদ এমপি প্রধান অতিথির বক্তৃতা করেন। যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি ও প্যানেল মেয়র শাহনূর আহমেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার বাস্তাবায়নাধীন মার্কেটটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১২ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ২৯৯টাকা। ২০১৯ সালের ৬ মার্চ মাসে এটির নির্মাণকাজ শুরু হয়ে শেষ হয়েছিল ২০২১ সালের ১২ জুন। মঙ্গলবার (৭ মার্চ২০২৩খ্রি.) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।