
মো. আক্তার হোসেন , বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএও তাপ্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার ,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ্, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর ও গোলাম রাব্বানী প্রমুখ। এ সময় সরকারি-বেসরকরি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যাঙ্কের ম্যানেজার, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।