মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা।।
কুমিল্লার হোমনায় ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেট কারসহ মো. মমিন মিয়া কে(৩৩) গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।
আজ (৮ মে ২০২৫ খ্রি.) হোমনা থানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআই (নিরস্ত্র) মীর হোসেন, এএসআই(নিঃ) কাঞ্চন কুমার সঙ্গীয় ফোর্স সহ হোমনা থানাধীন ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়া ০৩ নং ওয়ার্ড এলাকাধীন ছিনাইয়া হতে মেঘনাগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে আজ বৃহস্পতিবার বেলা ১ঃ৪০ ঘটিকায় ছয়ফুলল্লাহকান্দি রেহেনা বেগমের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ৮ মে ২০২৫ খ্রি. তারিখে একটি সিলভার রংয়ের প্রাইভেট কার এবং ২০ (বিশ) কেজি গাঁজাসহ আসামী মোঃ মমিন মিয়া(৩৩), পিতা-মীর হোসেন প্রকাশ মীরু মিয়া, মাতা-মৃত বানু বেগম, সাং-নাটাপাড়া (পূর্ব পাড়া), চৌদ্দগ্রাম পৌরসভা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা কে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে হোমনা থানার মামলা নং-৮, তারিখ-০৮/০৫/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণি ১৯ (গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ‘২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হোমনা থানা পুলিশ মাদকসহ বিভিন্ন অপরাধ দমনের ক্ষেত্রে কাউকে ছাড় দেবে না। পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে।