
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান বলেছেন, ‘আপনারা বাড়ি বাড়ি গিয়ে বিনয়ের সহিত ভোট প্রার্থনা করুন। আমরা আপনাদেরকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।’
তিনি বলেন, ‘ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আপনারা কেউ গুজব ছড়াবেন না এবং নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।’
আজ শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমিতে ইউপি চেয়ারম্যান,সদস্য ও সংরক্ষিত নারী প্রার্থীদের সঙ্গে আইন- শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসার মো. দুলাল তালুকদার,সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো.মঞ্জুরুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আফজাল হোসেন, হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামানিক, ওসি মো. আবুল কায়েস আকন্দ, উপজেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার বিল্লাল মেহেদী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও রিটার্নিং অফিসার কাজী রুহুল আমিন, পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন,যুব উন্নয়ন অফিসার বেলায়েত হোসেন প্রমুখ।