মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও তাপ্তি চাকমার সভাপিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো.মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী, হোমনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা. সৈয়দ নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, মহিলা বিষয়ক অফিসার নাছিমা আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল বাশার মোল্লা, জালাল উদ্দিন পাঠান, মো. জসিম উদ্দিন, কামরুল ইসলাম ও তাইজুল ইসলাম, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির , সাংবাদিক কামাল হোসেন প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের অফিসার , ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা চুরি-ডাকাতি, ছিনতাই, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদ্রাসা, স্কুল ও কিন্ডার গার্টেন এর বিভিন্ন বিষয়সহ আইন-শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ২/১ টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সভায় মত প্রকাশ করেন বক্তারা।