মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধব-১৭ ( বালক- বালিকা)ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে । আজ শনিবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাপ্তি চাকমা। উদ্বোধনী খেলায় (বালিকা) হোমনা পৌরসভা নিলখী ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে এবং বালক হোমনা পৌরসভা নিলখী ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, পৌর মেয়র অ্যাড. মো.নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লায়ন চন্দন লাল রায়, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীসহ সহস্রাধিক দর্শক উপস্থিত ছিলেন।
জানা গেছে , হোমনা পৌরসভাসহ ১০ টি দল এ টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে ।