হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১২ ঘন্টার ব্যবধানে আবারও ২০ বোতল ফেন্সিডিলসহ মোঃ আনোয়ার হোসেন(২৬)কে আটক করেছে হরিপুর থানা পুলিশ। আটক আনোয়ার হোসেন (২৬) উপজেলার ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের মোঃ শামসুদ্দীন এর ছেলে । হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব এর নির্দেশনায় এস আই আবু ঈশার নেতৃত্বে আজ মঙ্গলবার রাত ১১.০০ টায় অভিযান চালায় পুলিশ এর একটি চৈকস দল। এসময় উপজেলার রহমতপুর বড়-দহগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরে কাঁচা রাস্তাগামী আমগাছ সংলগ্ন ২০ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন কে হাতেনাতে আটক করে।
অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব জানান, এ বিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।