
তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) :
জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।গতকাল বৃহস্পতিবার (১৬এপ্রিল) সকাল সাড়ে ছয়টায় উপজেলার চর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।এ ঘটনায় উপজেলার চর হরিপুর গ্রামের জুব্বারের ছেলে সোনা মিয়া বাদী হয়ে একই গ্রামের মৃত আব্দুল হাই আকন্দের ছেলে সুরুজ্জামানকে প্রধান বিবাদী করে ১৬ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর গ্রামের জুব্বারের ছেলে সোনা মিয়ার সাথে একই গ্রামের মৃত আব্দুল হাই আকন্দের ছেলে সুরুজ্জামান,হাবিবুল্লাহ,নাছির উদ্দিন,নাজিম উদ্দিনের সাথে পারিবারিক বিরোধে মামলা মোকদ্দমা চলে আসছে। প্রতিপক্ষ সুরুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে নানা হুমকি- ধামকি দিয়ে আসছিল সোনা মিয়ার পরিবারকে। এর জের ধরেই গতকাল বৃহস্পতিবার (১৬এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে সোনা মিয়ার বাড়ীতে অর্তকিত হামলা চালিয়ে বসত ঘরের বেড়া ,দরজা,আসবাবপত্র পিটিয়ে ও কুপিয়ে ভাংচুর ও লুটপাট চালিয়ে লাখ টাকার সম্পদ ক্ষতি সাধন করে।এ সময় সুরুজ্জামান,হাবিবুল্লাহ,নাছির উদ্দিন,নাজিম উদ্দিন,মনু মিয়া সোনা মিয়ার ঘরে প্রবেশ করে ষ্টীলের বাক্সের তালা ভাঙ্গিয়ে বাক্সের ভিতরে থাকা ৬ ভরি স্বর্ণের গহনা যার মুল্য ৩ লাখ টাকা,মূল্যবান দলিলপত্র ও নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা ও ২০ মন চালের বস্তা লুট করে নিয়ে যায়। এ ঘটনার সোনা মিয়া প্রতিবাদ করলে সুরুজ্জামানের নির্দেশে হাবিবুল্লাহ,নাছির উদ্দিন এর কাছে থাকা লোহার রড় দিয়ে এলোপাথারীভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় সোনা মিয়ার স্ত্রী জোসনি বেগম ফিরাতে এলে তার চুলের মুঠি ধরে তাকে পিটিয়ে রক্তাক্ত জখমসহ হত্যার উদ্দেশে গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টাসহ সুযোগমত পাইলে খুন জখম করে লাশ গুম করার হুমকি প্রদান করে চলে যায়।
এ ব্যাপারে বিবাদী সুরুজ্জামান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান জানান,অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।