মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সজিব মিয়াকে গুলি করে আ’হত করার অপরাধে আ’লীগ নেতা শরাফত আলী(৪৫)কে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৫অক্টোবর) দিবাগত রাতে সদর থানার মোবারকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আ’লীগ নেতা শরাফত আলী মোবারকপুর এলাকার মৃত মোকসেদ আলী মাতবরের ছেলে এবং শেরপুর পৌর আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।
র্যাব জানায়, গত ৪ আগস্ট
শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে কতিপয় দুস্কৃতকারী আন্দোলনরত ছাত্র-জনতার উপর এলোপাতাড়ি গু’লি করে। এতে মো. সজিব মিয়া নামে এক ছাত্র গু’লিবিদ্ধ হয়ে মা’রাত্মকভাবে আ’হত হয়। এই ঘটনায় আ’হতের ভাই মন্টু মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনার পরে আত্মগোপনে চলে যায় আসামীরা।
শুক্রবার রাতে গোপনে সংবাদ পেয়ে র্যাবের জামালপুর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আ’লীগ নেতা শরাফত আলীকে গ্রেফতার করে।