ক্রাইম পেট্রোল ডেস্ক>> রাজধানীর আশুলিয়া থানাধীন শিমুলিয়া এলাকা হতে অস্ত্রধারী সন্ত্রাসী রবিউলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৪।মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে পিস্তল, ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৪ জানায়, গত ১৫/০৬/২০২১ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত ০১.০০ ঘটিকার সময় জানতে পারা যায় কতিপয় অস্রধারী সন্ত্রাসী আশুলিয়া থানাধীন শিমুলিয়া এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। এরূপ সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় ইং ১৫/০৬/২০২১ তারিখ ০৩.২০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ০১ টি দেশি পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলিসহ মোঃ রবিউল ইসলাম (৩৩) কে গ্রেফতার করা হয়।
র্যোবের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো। আসামী মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করত না এবং কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।