crimepatrol24
১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর মেডিক্যালে বকশিশ সিন্ডিকেটের কবলে চিকিৎসক, দুই কর্মচারী বরখাস্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২০, ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ
রংপুর মেডিক্যালে বকশিশ সিন্ডিকেটের কবলে চিকিৎসক, দুই কর্মচারী বরখাস্ত

 

 

রংপুর ব্যুরো :

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট এ বি এম রাশেদুল আমীর তাঁর অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে বকশিশ সিন্ডিকেটের কবলে পড়ে হ’য়রানির শিকার হয়েছেন। এ নিয়ে হাসপাতালের পরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই চিকিৎসক।

এ ঘটনায় আজ মঙ্গলবার হৃদ্‌রোগ বিভাগের সহযোগী অধ্যাপক হরিপদ সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য দু’জন হলেন হাসপাতালের সহকারী পরিচালক মোস্তফা জামান চৌধুরী ও জরুরি চিকিৎসা কর্মকর্তা আবুল হাসান।

একই সঙ্গে হাসপাতালের দুজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা হলেন মাসুদ হোসেন ও ঝর্ণা বেগম। তাঁরা দুজনই চুক্তিভিত্তিক কর্মচারী।

অভিযোগে চিকিৎসক রাশেদুল আমীর উল্লেখ করেন, ১৭ সেপ্টেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁর মাকে স্বজনেরা হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যান। জরুরি বিভাগে ভর্তির জন্য তাঁদের কাছে ২৫০ টাকা দাবি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের মা পরিচয় জানতে পেরে তাঁরা ভর্তি বাবদ ৫০ টাকা নেন। যদিও হাসপাতালে নির্ধারিত ভর্তি ফি ২৫ টাকা এবং সরকারি কর্মকর্তার মা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার স্ত্রী হিসেবে ভর্তি ফি না নেওয়ার কথা।

অভিযোগে ওই চিকিৎসক বলেন, ভর্তি-পরবর্তী কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) মাকে নেওয়া হলে সেখানে কর্মরত দু’জন জোর করে তাঁর (চিকিৎসক) ব্যক্তিগত সহকারীর কাছ থেকে ২০০ টাকা নেন। এ সময় চিকিৎসকের নাম-পরিচয় ও রোগী সম্পর্কে জানানো হলে তাঁরা বলেন, ‘স্যারের মা হোক আর যে–ই হোক, টাকা দিতে হবে।’ পরবর্তী সময়ে তিনি রাতে হাসপাতালে যাওয়ার পর মায়ের শয্যার পাশে অবস্থানকালে সিসিইউতে কর্মরত ওয়ার্ডবয় পরিচয়ধারী মাসুদ নামের এক ব্যক্তি তাঁর কাছে সরাসরি টাকা দাবি করেন। এ ঘটনা তাঁর কাছে ‘মানসিক পীড়াদায়ক ও অপমানজনক’ বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

রাশেদুল আমীর অভিযোগে লিখেছেন, ‘আমি নিজে হাসপাতালের একজন কর্মকর্তা হয়েও যদি হয়রানির শিকার হই, তাহলে সাধারণ মানুষের অবস্থা তো সহজেই অনুমেয়।’ অভিযোগের বিষয়টি যথাযথ অনুসন্ধান করে হাসপাতালে রোগী ও স্বজনদের হ’য়রানি বন্ধ এবং সেবার মান বাড়াতে সক্রিয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

অভিযুক্ত মাসুদ হোসেন ও ঝর্ণা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক শরীফুল হাসান বলেন, এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইতোমধ্যে দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মোরেলগঞ্জে এতিমখানায় হা’মলা

দেওয়ানগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

কৃষি উৎপাদন বাড়াতে গবেষণায় গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

নাসিরনগরে ইসলামী ফ্রন্টের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডোপ টেস্টে উত্তীর্ণ হওয়া ছাড়া বাস চালাতে পারবে না চালকেরা : মেয়র আতিকুল ইসলাম

বিনামূল্যে মাস্ক বিতরণ করছে স্টুডেন্টস্ কেয়ার জগন্নাথপুর

পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভে পুলিশি বাধা

পঞ্চগড়ে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ

রংপুরে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

অবহেলায় বিলুপ্তির পর্যায়ে বাঁশ শিল্প, রংপুরের অসহায় বাঁশ ব্যবসায়ীরা চরম দুর্দশায়