ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা যশোর সদরের তারাগঞ্জ এলাকা থেকে ৯৭০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে।
আটক দুজন হলেন- যশোরের শার্শা উপজেলার দক্ষিণ ঘিবার ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ (২৭) এবং একই এলাকার মোহাম্মদ শাজাহানের ছেলে মহিনুর রহমান (৩১)।
বিজিবি (৪৯ ব্যাটালিয়ন) জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে তাদের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই দুইজনকে আটক এবং তাদের কাছ থেকে প্রায় ১ কেজি ওজনের (৯৭০ গ্রাম) ৮টি স্বর্ণের বার, ৩টি মোবাইল ফোন এবং ১টি পাওয়ার ব্যাংক জব্দ করে।
আটক দু’জনের প্যান্টের পকেট এবং মানিব্যাগের ভেতরে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো লুকানো ছিল।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা বিজিবিকে জানিয়েছেন, ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পা*চার করার উদ্দেশে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলেন। ঢাকার সদরঘাট এলাকার চো*রাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করা।
বিজিবি জানিয়েছে, আটক স্বর্ণের মূল্য ১ কোটি ৪১ লাখ ৮৩ হাজার টাকা। মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংকের দামসহ সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৮৪৯ টাকা। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ‘দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চো*রাচালানের মালামাল আটকে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।