আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবর্ষ ‘মুজিব বর্ষ’ উপলক্ষে নাসিরনগরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণশাসন ছাত্রকল্যাণ সংসদের উদ্যোগে ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মো. মাহফুজ মিয়া। এ উপলক্ষে ছাত্রকল্যাণ সংসদের সভাপতি আবদুস সামাদ রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নোমান উদ্দিনের পরিচালনায় এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মোঃ মাহফুজ মিয়া । বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আ্ইন বিষয়ক সম্পাদক ও বিদ্যালয়ের সভাপতি অ্যাড. মোহাম্মদ আব্বাস উদ্দিন,প্রধান শিক্ষক জামাল উদ্দিন,শহীদ মাস্টার,সাবেক ইউপি সদস্য নোয়াব খাঁ,আতাউর রহমান,আব আলী,দেলোয়ার হোসেন,কাওসার আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মাসুক আল মামুন, সংসদের সদস্য আবদুল মান্নান জীবন, এখলাছ মিয়া,রেজাউল করিমসহ আরো অনেকে । এসময় সংগঠনের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।