
টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ এর জাতীয় সম্মেলনের সফলতা ও সার্্থকতা কামনা করেছেন মীর আহমেদ শাহীন। আগামী ২০ও ২১ ডিসেম্বর রোজ শুক্রবার ও শনিবার রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এবিষয়ে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে নাগরপুরউপজেলা যুবলীগের আহবায়ক মীর আহমেদ শাহীন বলেন বলেন , রোজ শুক্রবার ও শনিবার আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সফলতা ও স্বার্থকতা জানানোর পাশাপাশি এ সম্মেলনের মাধ্যমে বলিষ্ঠ নেতৃত্ব তৈরী হবে এবং যারা কেন্দ্রীয় কমিটির দায়িত্বে আসবেন তারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আগামী দিনে পরিচ্ছন্নভাবে, দক্ষতা ও সংগঠনের নিয়ম-নীতি অনুযায়ী এ সংগঠনকে পরিচালনা করবেন এটাই আমাদের প্রত্যাশা।