হাজী আবদুর রউফ,পাকুন্দিয়া(কিশোরগঞ্জ)।।
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রী ইরিনা প্রিয়া ও বর্ষা তিন জনই নবম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার পরীক্ষা দিতে যাওয়ার সময় ভিপি আব্দুল হাকিম এর বাড়ির সামনে অনুমান দুপুর ১২ টার সময় বজ্রপাতে তিনজন গুরুতর আহত হয়।
আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক প্রথমে দু’জনকে মৃত ঘোষণা করেন।
কিছুক্ষণ পর তৃতীয় ছাত্রীও মৃত্যুবরণ করে।
এদিকে একই সময় মিঠামন উপজেলা কৃষক কঠু মিয়া মারা যান।