পঞ্চগড়ে জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং রাজঃ ২৬৪) ত্রি- বার্ষিক নির্বাচন স্থগিতের ঘটনায় ক্ষিপ্ত হয়ে সড়ক অ’বরোধের ৪১ ঘণ্ট পর শ্রমিকরা অ’বরোধ প্রত্যাহার করেছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন বিকেল ৩টায় পঞ্চগড় জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর নেতাকর্মীরা এই অ’বরোধ তুলে নেন।
গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. শামিম খালেদ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর পর নির্বাচন স্থগিতের বিষয়টি শ্রমিকদের মাঝে ছাড়িয়ে পড়লে একই দিন রাত ১০টা থেকে তারা ক্ষি’প্ত হয়ে পঞ্চগড় জেলার বিভিন্ন পয়েণ্টে সড়ক অ’বরোধ করে রাখে। এর পর প্রায় ৪১ ঘণ্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট জানান, ত্রি- বার্ষিক নির্বাচন স্থগিত হওয়ার পর শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শ্রমিক সংগঠনের একটি প্রতিনিধি দল ঢাকায় যায়। সেখানে হাইকোর্টে দুইপক্ষের আইনজিবী ও বিচারকের সাথে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন যে ভোট স্থগিত করার বিষয়টি সঠিক ছিলো। কোর্ট তাদের সংবিধান সংশোধনের নির্দেশ দিয়েছে। আজ তারা অ’বরোধ তুলে নেয়।