
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
অতি সম্প্রতি একটি অভিযান চালিয়ে তিন জন স্প্রে বা অচেতন পার্টির গডফাদারকে গ্রেফতার করেছে পঞ্চগড় জেলা পুলিশ।
সম্মানিত নাগরিকদের সচেতনতার জন্য বিষয়টি তুলে ধরা হলোঃ পরিবারের সবাইকে চেতনানাশক ট্যাবলেট মিশ্রিত পানি খাইয়ে অচেতন বানিয়ে লুঠ করে নিচ্ছে বাড়ির সবকিছু। অচেতন বা স্প্রে পার্টির সদস্যরা প্রথমে টার্গেট ঠিক করে। কোন বাড়িতে নগদ অর্থ বা গচ্ছিত সম্পদ মজুদ আছে। এরপর ঐ বাড়ির বিশ্বস্ত কারো মাধ্যমে টার্গেট বাড়ির টিউবওয়েল বা পানির ট্যাংকিতে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে দেয়। আর প্রতারকেরা এই কাজটি করে থাকে সাধারণত সন্ধ্যার পর। রাতে বাড়ির সবাই সেই চেতনানাশক ট্যাবলেট মিশ্রিত পানি পান করে একটা নিদিষ্ট সময় পর ঘুমিয়ে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। এরপর অচেতন বা স্প্রে পার্টি টার্গেট বাড়িতে হানা দিয়ে সবকিছু লুঠ করে নিয়ে যায়।
অতিসম্প্রতি (১৫/০৭/২০২০) এ ধরনের ঘটনা ঘটেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার সিপাহিপাড়া উকিলজোত এলাকায়। সেই রাতে বাড়ির সবাই হঠাৎ গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। এরপর ৩.৫ ভরী স্বর্ণসহ নগদ ২৩ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় অচেতন বা স্প্রে পার্টির সদস্যরা।
তেঁতুলিয়া থানা পুলিশের ব্যাপক অভিযান ও তৎপরতায় প্রযুক্তির সহায়তায় অচেতন বা স্প্রে পার্টির তিন মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের নিকট থেকে ১(এক) লক্ষ ১৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতারক অচেতন বা স্প্রে পার্টি থেকে সচেতন থাকুন। সন্দেহজনক কাউকে দেখলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।