আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
সামাজিক দূরত্ব মেনে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ পঞ্চগড় জেলা শাখায় আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার (১০ জুন) দুুপুরে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সদ্য অনুমোদন পাওয়া বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ পঞ্চগড় জেলা শাখায় আহ্বায়ক কমিটির সদস্যেদের মাঝে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক আবু আহাম্মেদ রিপন,সদস্য সচিব আতাউর রহমান রনজু, যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন আলমসহ কার্যকারী সদস্যরা ।
পরে তারা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করেন।
এবিষয়ে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক আবু আহাম্মেদ রিপনের কাছে মতামত জানতে চাইলে তিনি বলেন, আজ আমরা জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক,এমপি মহোদয়সহ সিনিয়র আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের প্রধান গণের সাথে সাক্ষাৎ করবো। তিনি আরো বলেন, এটি একটি বৈধ সংগঠন যা গঠনতন্রে অন্তর্ভুক্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আবেদিত। আমি আশাবাদী ২০২১ সালের মধ্যে এটি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মর্যাদা লাভ করবে।এই সংগঠনটির প্রধান কাজ হচ্ছে আওয়ামী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ দেশে,বিদেশে অনলাইনের মাধ্যমে প্রচার করা এবং সেই সাথে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কারীদের প্রতিহত করা । আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত থেকে সহযোগিতা করা। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছি।