আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি>>
জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ।
দিবসটি উপলক্ষে বুধবার (৩ নভেম্বর) সকালে পঞ্চগড়ে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন,জেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোট মির্জা সারোয়ার হোসেনসহ জেলা আওয়ামীলীগের দলীয় নেতা-কর্মীরা।পরে পুস্পমাল্য অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।