আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় ঘোড়ার মাংস বিক্রি করার অপরাধে সানাউল্লাহ(৩২) ও হামিদুর রহমান(৩৩) নামের দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের চৌধুরীর হাটে মঙ্গলবার ২২ ডিসেম্বর সন্ধায় একটি ঘোড়া জবাই করে মাংস বিক্রি করার সময় মাংসসহ সানাউল্লাহ ও হামিদুর নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
ঘোড়ার মাংস বিক্রির অপরাধে দুইজনসহ অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে বুধবার ২৩ ডিসেম্বর মামলা দায়ের করা হয়েছে।বোদা থানা পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে এবং পরে আটক দু,জনকে জেল হাজতে প্রেরণ করা হয়।