
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে মারণঘাতী করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে স্বেচ্ছায় ঘরে থাকা ২০০ অসহায় কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রতনীবাড়ি বাজার ব্যবসায়ী সমিতি।
আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের রতনীবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রতনীবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবু রায়হান রিপন, সাধারণ সম্পাদক মো. ফারুক হাসান প্রমুখ।