
মো: বাবুল নেত্রকোনা থেকে: সারা দেশের ন্যায় নেত্রকোনা জেলার আটপাড়া ও খালিয়াজুরী থানায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আটপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো:আলী হোসেন এবং খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ(ওসি) এটিএম মাহমুদুল হক জানান,পুলিশ মহাপরিদর্শক ড: বেনজির স্যার,ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি স্যার ও নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার(এসপি) আকবর আলী মুন্সী স্যারের নির্দেশনা মোতাবেক প্রতিটি থানায়,প্রত্যন্ত এলাকায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করা ও পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিট পুলিশিং ইউনিয়ন পর্যায়ে কাজ করবে এবং জনগণ সেবা পাবে । এ সময় উপস্থিত ছিলেন,আটপাড়া উপজেলার চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি মো: খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা আক্তার,সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা,উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, পুলিশ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অন্যদিকে খালিয়াজুরী থানায় বিট পুলিশিং কার্যক্রমে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার,পুলিশ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।