
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীতে ৫ দিনব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা, ঝুঁকি চিহিৃতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় নীলফামারী ডেনিস লেপ্রসির প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করেন, নিউজ নেটওয়ার্ক এবং উদয়স্কুর সেবা সংস্থা (ইউএসএস) প্রকল্প। জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রকল্পের নির্বাহী পরিচালক আলাউদ্দীন আলীর সভাপতিত্বে অতিথি হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযাগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম, রেজাউল করিম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিম হক ববি, প্রকল্পের প্রোগ্রাম ফ্যাসিলেটর আব্দুর রউফ প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত প্রশিক্ষণে নীলফামারী জেলার ২৫জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন। ২১ অক্টোবর সমাপনি দিবসে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী মহদয় প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করবেন বলে কর্তৃপক্ষ জানান।