মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি॥নীলফামারী জেলায় দিনে দিনে লাগামহীনভাবে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার (৩০মে) সন্ধ্যায় নতুন করে আরও ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার রিপোর্ট এসেছে জেলা স্বাস্থ্য বিভাগে।তাদের মধ্যে দুই শিশু ও জেলা সদরে একজন নার্স রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৭ জনে।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে,গত ২৭ মে ২৪৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন রেফারেল সেন্টারে পাঠানো হলে শনিবার বিকেলে ১৯ জনের পজিটিভ তথ্য আসে। এর মধ্যে জেলা সদরে একজন শিশু ও একজন নার্সসহ ৫ জন,ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ও খগাখড়িবাড়ী ইউনিয়নের ২ জন, ডোমার উপজেলায় এক শিশুসহ ৬ জন,কিশোরগঞ্জ উপজেলায় ৩ জন ও জলঢাকা উপজেলায় ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১২৭ জন।
এদের মধ্যে জেলা সদরে ৫২, সৈয়দপুরে ১৮,ডিমলায় ১৭,ডোমারে ১৭, জলঢাকায় ১২,কিশোরগঞ্জে ১১ জন। এর মধ্যে এক পুরুষ ও এক নারী মিলে দুই জনের মৃত্যু হয়েছে।চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে নিজ-নিজ বাড়ি ফিরেছেন ৩৮ জন।